কুষ্টিয়ার ভেড়ামারার প্রায় চারশত শ্রমিক ধান কাটতে নাটোরে।

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি:

লকডাউনে থেমে নেই দূরবর্তী জেলায় ধান কাটার কার্যক্রম। ইতোমধ্যে কুষ্টিযার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস থেকে অনুমতি নিয়ে ধান কাটার কাজে গেছেন প্রায় ৪০০ শ্রমিক।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে যেন কোনভাবেই ধান কাটা তথা খাদ্য নিরাপত্তা ব্যহত না হয় সেই লক্ষ্যে ভেড়ামারা উপজেলা প্রশাসন বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৪শত শ্রমিককে অনুমতি পত্র প্রদান করা হয়েছে। তারা ইতিমধ্যেই ধান কাটতে নাটোরে পৌছেছে।

উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম বলেন, কৃষি শ্রমিকরা এ সময়ে যেমন বেকার থাকা লাগছেনা। তেমনি নাটোরের কৃষি শ্রমিকের সংকট মোকাবেলা করা সম্ভব হলো। শ্রমিকদের রাস্তা চলাচল নির্বিঘ্নে করতে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে সড়ক অনুমতিপত্র।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, ইতোমধ্যে ধান কাটার ৪০০ শ্রমিক অনুমতি নিয়ে ধান কাটতে চলে গেছে। তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে। এবং এখনো কোন শ্রমিক যদি ধান কাটার উদ্দেশ্যে জেলার বাইরে যেতে চাই, সে ক্ষেত্রে ভেড়ামারা উপজেলা প্রশাসন তাদের সহযোগিতা করবে।




error: Content is protected !!