কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণে এখন আতঙ্কিত পুরো বিশ্ব। বাংলাদেশেও প্রতিদিন করোনায় মানুষ মারা যাচ্ছে। কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। তবে কুষ্টিয়ায় অক্সিজেনের অভাবে কাউকে মরতে দেব না।
বুধবার (১৪ জুলাই) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। করোনা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, অক্সিজেনের অভাবে কোনো রোগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে। সেদিকে তৎপর থাকতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই বোধ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএর সভাপতি ডা. এস এম মুস্তানজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।