কুড়িগ্রামের রৌমারীতে রাস্তার গাছ কাটায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা।

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

মাহে আলম (কুড়িগ্রাম) প্রতিনিধি।

কুড়িগ্রামের রৌমারীতে ১৪১টি সরকারি গাছ কাটার অভিযোগে চরশৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান কে এম ফজলুল হক মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বুধবার (১৭ জুন) রাতে রৌমারী উপজেলা বনবিভাগর অতিরিক্ত দায়িত্ব থাকা কুড়িগ্রাম বনবিভাগর কর্মকর্তা ইকবাল হাসান বাদি হয়ে রৌমারী থানায় মামলা করেন।

অভিযাগ সূত্রে জানা যায়, গত ২৪ মে দুপুরে চরশৌলমারী ইউনিয়নের চরশৌলমারী ক্লিনিক থেকে সানাপুর পর্যন্ত সংযোগ সড়ক ও চরশৌলমারী ব্রিজ থেকে ঘুঘুমারী পর্যন্ত সংযোগ সড়কের ১৪১টি ইউক্লিপটাস গাছ কেটে বিক্রি করেন ইউপি চেয়ারম্যান কে. এম.ফজলুল হক মন্ডল। সরকারি অনুমোদন ছাড়াই বিক্রি করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে বিষয়টি জানাজানি হলে রৌমারী উপজলা বনবিভাগর অতিরিক্ত দায়িত্বে থাকা কুড়িগ্রাম বনবিভাগর কর্মকর্তা ইকবাল হাসান বাদি হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপার রৌমারী থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, এ ঘটনায় বাদির লিখিত অভিযাগ পেয়ে দন্ড বিধি ৩৭৯/৪১১ ধারায় চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কে এম ফজলুল হক মন্ডলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।




error: Content is protected !!