কুয়াকাটা পৌর আওয়ামী লীগ নেতা জুলহাস খান চাঁদাবাজি মামলায় কারাগারে ॥

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কুয়াকাটা পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক
সম্পাদক জুলহাস হোসেন ওরফে জুলহাস খানকে  চাঁদাবাজি ও জমি দখল মামলায় জেল
হাজতে প্রেরণ করেছে কলাপাড়া সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার
দুপুরের দিকে এ রায় ঘোষনা করেন। যার মামলা নং:  ৪৩১/২০২২। এসময় রাসেল
ফকির, রাকিবুল ফকির ও জাকির ফকির নামে আরো ৩জনকে একই মামলায় জেল হাজতে
প্রেরণ করা হয়। এদের প্রত্যেকেরই বাড়ি কুয়াকাটা পৌর এলাকার তুলাতলী
গ্রামে।

এসময় ভূক্তভোগী রুহুল আমিন বলেন, জুলহাস খান দলীয় প্রভাব বিস্তারের
মাধ্যমে এলাকার বিভিন্ন ত্রুটিপুর্ণ জমিজমা জবর-দখল, চাঁদাবাজির মাধ্যমে
এলাকার নিরিহ মানুষদের হয়রানী করে আসছিলেন। এর প্রতিবাদ করলে মামলাসহ
নানা রকম হুমকী ধামকি প্রদান এবং মারধর করতেন এবং তার জমি জোর জবরদস্তি
দখল করে। এর আগেও চাঁদাবাজি ও জবর দখল মামলায় একাধিকবার জেল খেটেছেন
জুলহাস খান।

মামলার বাদী আ: বারেক গাজী বলেন,  জুলহাস খান এলাকার একজন প্রভাবশালী
লোক। মিথ্যা মালিকানা দাবী করে তার জমি দখল চেষ্টা চালায় এবং তার কাছে
মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। ন্যায় বিচারের জন্য তিনি আদালতের
দ্বারস্থ হয়েছিলেন। এখন আদালত ন্যায় বিচার করেছে। এ মামলায় বাদী পক্ষের
কৌশলী ছিলেন এ্যাড. শাহজাহান পারভেজ এবং বিবাদী পক্ষের কৌশলী ছিলেন
এ্যাড. সাইদুর রহমান।




error: Content is protected !!