কেমন পশু কুরবানী করা যাবে ??

প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০

মাওলানা মুফতি রুহুল আমিন;
কুরবানী একটি স্বতঃসিদ্ধ ওয়াজিব ইবাদত। আর ইবাদতের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান অনস্বীকার্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর প্রণয়ন করেছেন বিধি-বিধান। তাই আমাদের জানা অনস্বীকার্য, কখন কোন বিধান আমাদের উপর অর্পিত হচ্ছে এবং তা পালনের নিয়মাবলী কি?

চলছে জিলহজ মাস। আসছে ঈদুল আজহা। সামর্থবান মুসলমানদের উপর কুরবানী করা ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে কেমন পশু কুরবানী করতে হবে, কি তার নিয়মাবলি। আসুন আমরা বিস্তারিত জেনে নেই।
চান্দ্র মাস হিসাবে পূর্ণ এক বৎসর বয়সের ছাগল, ভেড়া, দুম্বা ও পূর্ণ দুই বৎসর বয়সের গরু, মহিষ এবং পূর্ণ পাঁচ বৎসর বয়সের উট এই ছয় প্রকারের জন্তু দ্বারা কুরবানী করা যায়।

প্রথম তিনটি মাত্র এক ব্যক্তির পক্ষ থেকে এবং পরের তিনটি সর্বোচ্চ সাত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করা যায়। তবে শর্ত হল, সকলের নিয়ত খাঁটি ভাবে সওয়াবের জন্য হতে হবে। সাত শরীকের কোনো একজনের নিয়তও যদি শুধু গোশত খাওয়ার জন্য হয় তাহলে কারো কুরবানীই আদায় হবে না। (শামী-৬/৩১৫)

তেমনিভাবে কোনো শরীকের মাল হারাম হলে বা অনুমতি না নিয়ে কাউকে শরীক করলে সেক্ষেত্রে সকলের কুরবানী বাতিল হয়ে যাবে। (শামী-৬/৩২৬)

উল্লেখ্য যে, ভেড়া ও দুম্বা যদি এমন হৃষ্ট-পুষ্ট হয় যে, ছয় মাসের বয়সেরটিও দেখতে এক বৎসর বয়স্ক মনে হয় তবে এর দ্বারাও কুরবানী জায়িয আছে। কিন্তু বকরী বা ছাগলের জন্য এ হুকুম প্রযোজ্য নয়। (আদদুররুল মুখতার-৬/৩২১)

অন্ধ, কানা ও ল্যাংড়া জন্তু বা এমন রুগ্ন ও দুর্বল জন্তু কুরবানীর স্থান পর্যন্ত যার হেঁটে যাওয়ার শক্তি নেই, অনুরূপভাবে এক তৃতীয়াংশের চেয়ে বেশী লেজ ও কান কাটা কিংবা লেজ ও কান বিহীন পশুর কুরবানী সহীহ হবে না। এমনিভাবে অধিকাংশ দাঁত পড়ে যাওয়া পশু দ্বারাও কুরবানী সহীহ হবে না। (শামী:৬/৩২৩, আল বাহরুর রায়িক:৮/৩২৪)

আল্লাহ তায়ালা সামর্থ্যবান সকলকেই বিশুদ্ধ নিয়তে কুরবানী করার তৌফিক দান করুন। আল্লহুম্মা আমিন।

(মুহাদ্দিস জামিয়াতুস সুন্নাহ, তাড়াইল,কিশোরগঞ্জ)




error: Content is protected !!