কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কৃষকের ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

মোঃ আশাদুল ইসলাম
কোটচাঁদপুর প্রতিনিধিঃ

বিশ্বের এক অজানা মহামারী করোনা ভাইরাসে স্থবির, তারই ধারাবাহিকতা চলছে বাংলাদেশে ও।ঠিক এমন সময় চলছে দেশে ইরি-বোরো মৌসুমের ধান কাটা।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯শে এপ্রিল ) সকাল ৯টা থেকে উপজেলার ৪ নং বলুহর ইউনিয়নের প্রজেক্ট পাড়ার কৃষক মিলন হোসেনের দেড় বিঘা ফসলি জমির ধান কেটে ঘরে তুলে দেন এবং একই পাড়ার বাসিন্দা কৃষক আশা”র এক বিঘা জমির ধান বাঁধাই সম্পূর্ন করে ঘরে তুলে দেয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক ইয়ারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন লিমন এর নেতৃত্বে ধান কাটা কর্মসুচিতে অংশগ্রহণ করেন,যুগ্ম আহবায়ক জুয়েল, যুগ্ম আহবায়ক মাসুদ,
কমিটির সদস্য সেলিম রেজা, রহিম আসাদুল, ডালিম, বুলবুল, বিপ্লব,রিন্টু সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ।

এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইয়ারুল ইসলাম ধান কাটা কর্মসুচি নিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কৃষকের পাশে দাঁড়িয়েছি।

এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন লিমন বলেন, দেশের যেকোনো দূর্যোগ মোকাবেলায় কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদা প্রস্তুত রয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধান কাটা নিয়ে কৃষক মিলন হোসেন বলেন, এই দূর্যোগের সময় এক বেলা পেট ভরে ভাত খাওয়া দুস্কর হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে করণা মহামারীর কারণে শ্রমিক সংকট রয়েছে, এছাড়াও শ্রমিক নিয়ে তাকে হাজিরা দিয়ে ক্ষেতের ফসল ঘরে তোলা এখন শুধু স্বপ্নের মতো। আমি স্বেচ্ছাসেবক লীগের ভাইদের প্রতি কৃতজ্ঞ তারা আমার ফসল কেটে ঘরে এনে দিয়েছে। আমি খুবই খুশি তাদের এ ধরনের মহতি উদ্যোগের জন্য।




error: Content is protected !!