চলমান করোনাভাইরাসে আলেম সমাজের অর্থনৈতিক স্বচ্ছলতার মাধ্যম

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

মাওলানা মুফতি রুহুল আমিন।।

আমরা ওলামায়ে কেরামরা আমাদের কর্মক্ষেত্র কে ছোট করে ফেলেছি। কয়েকটা জিনিস এর ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। যেমন, ইমামতি, মাদরাসায় পড়ানো, টিউশনি করা। এছাড়াও যে পৃথিবীটা আরো অনেক বড়। পৃথিবীতে আরো অনেক কাজ পড়ে আছে সেগুলোর ব্যাপারে আমাদের কোনো স্বচ্ছ ধারণা নেই।
আমরা মাদরাসা, মসজিদ এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারি। কিন্তু আমরা এসব না করে আমরা টিউশনি খুঁজি। আজকের এই কঠিন পরিস্থিতিতে মাদরাসা বন্ধ, টিউশনিও বন্ধ। এমতাবস্থায় আমাদের অনেক আলেমদেরকে দেখা যাচ্ছে দিশেহারা হয়ে পড়েছেন। হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কোনো উপায় না পেয়ে মসজিদে ইমামতি খুঁজতেছেন অথবা মুয়াজ্জিনী অথবা খাদেম গিরি খুঁজতেছেন।
পরামর্শ: যারা হতাশায় ভুগছেন এ পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না। তাদের খেদমতে আমার আরজ ভরসা রাখুন আল্লাহর উপর। আল্লাহ আপনাকে না খাইয়ে মারবেন না। আল্লাহ তায়ালা সমস্ত সৃষ্টি জীবের রিজিকের ব্যবস্থা করেই পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারী স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেছেন وما من دابة في الارض الا على الله رزقها
সুতরাং হতাশায় না ভুগে কাজ শুরু করেন, কর্ম ক্ষেত্রে ছড়িয়ে পড়েন فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله
লজ্জার কিছু নেই আপনি ব্যবসা শুরু করেন চাই সেটা ক্ষুদ্র কোনো ব্যবসা হোক না কেন।

ভাবছেন কি ব্যবসা করবেন?
আপনি ফলের ব্যবসা করতে পারেন, যেমন: আম, কাঁঠাল, লিচু। অথবা ছোট পরিসরে হাঁস-মুরগীর খামার করতে পারেন। মাছ চাষ করতে পারেন। আমার কথা হল ব্যবসা-বাণিজ্য নবী-রাসূল, সাহাবায়ে কেরাম, আমাদের আকাবিরদের সুন্নত। অথচ আজকে আমরা আলেম সমাজ ব্যবসা-বাণিজ্য করতে চাই না। অথচ আল্লাহ তা’আলা মানুষের রিজিকের দশভাগের নয় ভাগই ব্যবসা-বাণিজ্যে রেখেছেন। আমরা আলেম সমাজ ব্যবসা-বাণিজ্য করতে পারি। আমরা যদি করি তাহলে ব্যবসাটা হালাল হবে, সঠিক হবে। কিন্তু আজকে যারা ব্যবসা করছে মিথ্যার ছড়াছড়ি। অথচ ব্যবসায়ীদের জন্য হাদীস শরীফে সুসংবাদ এসেছে সত্যবাদী ব্যবসায়ীরা কাল হাশরের ময়দানে নবী-রাসূল সিদ্দিকীন, শুহাদা, সালেহীনদের সাথে থাকবে।
আল্লাহ তা’আলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন এবং আলেম উলামাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন আমিন।।

মুহাদ্দিস, জামিয়াতুস সুন্নাহ,তাড়াইল,কিশোরগঞ্জ।।




error: Content is protected !!