জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২১ আগষ্ট পালিত
আসলাম পারভেজ, ,হাটহাজারী★
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । নাজিরহাট কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য জনাব মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী । উনি বক্তব্যে বলেন,১৯৭৫ সালের ১৫ই আগস্ট শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে ৫৬ হাজার বর্গমাইলে মাইলে বাঙ্গালির স্বপ্নকে।আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও ১৯ বার হত্যার চেষ্টা করেছে। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে বলেন। এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য জনাব ডা: মোঃ নিজাম মোর্শেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান খান, মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক ইউনুস মিয়া , দিদারুল আলম । অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুপ্ত বডুয়া, ছালেম,উৎসর্গের প্রতিনিধি আমান উল্লাহ আমান। জাতীয় শোক দিবস উদযাপন কমিটির পক্ষ হতে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ জহির উদ্দীন সিদ্দিকী (শাহীন),শিক্ষক প্রতিনিধির পক্ষ হতে বক্তব্য রাখেন অধ্যাপক মিসেস রোজী মজুমদার ,শিক্ষক পরিষদের পক্ষ হতে অধ্যাপক মিসেস হামিদা বেগম । নাজিরহাট কলেজের কর্মচারী পরিষদের পক্ষ হতে সুজায়েত আলী চৌধুরী। কোরআন থেকে তেলোয়াত করেন নুরুল আলম, ত্রিপিটক ওগীতা পাঠের মধ্য দিয়ে অনুষৃঠানের সুচনা হয়।আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মো শাহাব উদ্দীন , অধ্যাপক সাধন কুমার ভট্টাচার্য , অধ্যাপক শ্যামল দাশ , অধ্যাপক তপন কুমার নাথ,অধ্যাপক এস.এম. কাউসার , অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক মোঃ হামিদুল্লাহ সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারী। এছাড়াও কলেজের সেবা সংগঠন বিএনসিসি , রোভার স্কাউট, রেঞ্জার , এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও ক্যাম্পাস ভিত্তিক অরাজনৈতিক সংগঠন উৎসর্গের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে বাঙ্গালি জাতি এক সম্মোহনী নেতাকে হারিয়েছি-ঐ হত্যাকান্ডে জড়িতদেরকে আমি ঘৃণা করছি।সকল শহিদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মোঃ মহিউদ্দিন এবং অধ্যাপক মিসেস রনিতা দে।