জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত
শাহ আলম ,কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
” বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।বিশ্বব্যাপী কোভিড-১৯ এর সংক্রমণ বাংলাদেশের অন্যান্য সেক্টরের ন্যায় মৎস্য
সেক্টরে প্রভাব ফেলেছে বিধায় বর্তমান বছরে মাছের উৎপাদন কাল সংক্ষিপ্ত হওয়ায় আগামীতে মৎস্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে মাছ চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাছ চাষিদের উদ্ধুকরনে বর্তমান বছরের সল্পপরিসরে বাস্তবায়িতব্য জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বিশ্বে অভ্যান্তরীন মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ ৩য় স্হান,অভ্যান্তরীন জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ ৫ম স্হান,তেলাপিয়া উৎপাদনে ৪র্থ স্হান এবং ইলিশ উৎপাদনে ১ম স্হান অর্জন করায় উপজেলা দপ্তরের বর্তমান কার্যক্রম এবং জাতীয় মৎস্য সপ্তাহ এর গুরুত্ব সভাকে অবহিত করেন।
শনিবার দুপুর ২টার সময় এ মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্টানে উপস্তিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ভূপালি সরকার। আলোচনা সভায় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী পালন ও কার্যকর করা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার। আরো উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহিবুল্লাহ,সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস। দৈনিক নবচিত্রের উপদেষ্টা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, শাহাজান আলী সাজু, দৈনিক ভোরের ডাক উপজেলা প্রতিনিধি এনামুল হক,দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি নয়ন খন্দকার দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃশাহ আলম দৈনিক নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হাসান প্রমুখ ।