ঝিনাইদহে বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করে দিলেন ওসি: মিজানুর রহমান
মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার মোঃ লাল্টু নামে এক ব্যাক্তির বিকাশ থেকে প্রতারণা করে নেওয়া ১০,৩০০/- (দশ হাজার তিনশত) টাকা উদ্ধার করে দিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান। মোঃ লাল্টু ব্যাপারী পাড়ার মৃতঃ মীর আকরাম হোসেনের ছেলে।তিনি রঙ মিস্ত্রীর কাজ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্ত ভোগী লাল্টু জানিয়েছেন, একটা অচেনা নাম্বার থেকে কল করে তার বিকাশ সম্পর্কে কিছু জানতে চায়।সেসময় লাল্টু সরল মনে তাকে জানিয়ে দেয়।পরে বিকাশ থেকে টাকা তুলতে গেলে তার একাউন্টে টাকা নেই দেখতে পায়।এসময় অচেনা নাম্বার থেকে কল করা ঐ ব্যাক্তির কথা মনে পড়ে এবং থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।
বিষয়টির ব্যাপারে ওসি মিজানুর রহমান বলেন, লাল্টু নামে এক ব্যাক্তির বিকাশ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে নিলে সে থানায় এসে অভিযোগ করে।বিষয়টি আমলে নিয়ে টাকা উদ্ধারপূর্বক গতকাল মঙ্গলবার প্রকৃত মালিকের কাছে বুঝে দেওয়া হয়েছে।