মেজবাউল হোসেন- নীলফামারী (ডিমলা) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নে সোমবার (২৭-জুলাই) তিস্তা ডিগ্রী কলেজ মাঠে সকাল ১১ ঘটিকায় রুহি ফাউন্ডেশন, নীলফামারী ইউনিটের পক্ষ থেকে ইউনিয়নের অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বানভাসী তালিকা ভুক্ত ৩২ টি পরিবারের মাঝে ঈদ খাবার বিতরণ করা হয়।
ঈদ খাবারের পরিমানঃ ১ কেজি পোলার চাউল, সেমাই, চিনি, লুডুস।
এসময় উপস্থিত ছিলেন রুহি ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার জেলা সমন্বয়ক, সাধারণ সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ।
রুহি ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সাধারন সম্পাদক মোছাঃ মৌদুদা আক্তার মুন্নি বলেন, “রুহি ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহি আপুর নেতৃত্বে আমরা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছি অসহায় মানুষের জন্য।” তিনি উপস্থিত সবার কাছে রুহি ফাউন্ডেশন এর চেয়ারম্যান রুহি আপু এবং সকল স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া প্রার্থনা করেন।
জেলা সমন্বয়ক নুরুজ্জামান সরকার বলেন, রুহি ফাউন্ডেশন একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়ানোই রুহি ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্যে। আগামী আগস্ট মাসে আমরা নীলফামারীতে আরও ২টি ইভেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি।