দিনাজপুরের নবাবগঞ্জে এক ইউনিয়নের চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ওদুর্নীতি বিরুদ্ধে মানব বন্ধন
আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসমান জামিলের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ইউনিয়ন মেম্বার মহিলা মেম্বার সহ এলাকা বাসী ভাদুরিয়া চার মাথা মোড়ে মানব বন্ধন করেন।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে উপজেলা ত্রাণ তহবিল হতে ১৫.৩৫মেঃটন চাল ইউনিয়নের অসহায় ১৫৩৫ জনের মধ্যে জন প্রতি ১০ কেজি করে বিতরন করা হয়। কিন্তু অনেক ওর্য়াডের টোকন পাওয়া দুস্থ মানুষ চাল না পেয়ে বিক্ষোভ প্রর্দশন করে। তাদের অভিযোগ টোকন চেয়ারম্যান হাতে নিয়ে ছিড়ে ফেলেছে কিন্তূ চাল বিতরন করেন নি।
এক ইউনিয়ন সদস্য অভিযোগ করেন আমার ওর্য়াডে পরিমাণ মত টোকন দেওয়ার পরও অনেক অসহায় মানুষ চাল পায়নি।
এব্যাপারে চাল বিতরণ কালে উপস্থিত এক কর্মকর্তা বলেন চাহিদার চেয়ে বেশী টোকন সরবরাহ করার ফলে এমন ঘটনা ঘটেছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজমুনাহার বলেন ঘটনাটি শুনার পর আমি চেয়ারম্যান কে ফোনে বলেছি কোন টোকন ধারী ব্যাক্তি যেন বাদ না পরে প্রত্যেককে আমি চাল দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি।
এছাড়া ও যদি চেয়ারম্যান চাল বিতরনে দুর্নীতি ও অনিয়ম করে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে চেয়ারম্যান আসমান জামিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন বলেন চাহিদার চেয়ে বেশী টোকন সরবরাহ করার ফলে এমন ঘটনা ঘটেছে।
আমি বরাদ্দ কৃত চাল ইউনিয়নের প্রতিটি মেম্বার ও মহিলা মেম্বার কে বিতরনের জন্য তালিকা প্রস্তুত করতে বলেছি ওনারা যদি চাহিদার চেয়ে বেশী টোকন বিতরন করে থাকেন তাহলে আমার আর কি করার আছে।তার পরেও ৪০/৫০জন টোকন ধারী ব্যক্তিতে চাল দেওয়া হয়েছে।
মানব বন্ধন কালে ইউনিয়ন সদস্যরা চেয়ারম্যান আসমান জামিলের বিরুদ্ধে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্ব কালীন ভাতার কার্ড করে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ করেন এমন কি জমি আছে বাড়ী নেই প্রকল্পের বাড়ী বরাদ্দের জন্য টাকা নেওয়ার অভিযোগ করেন। তাছাড়া মহিলা সদস্যরা অভিযোগ করেন চেয়ারম্যান তাদের সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেন।
প্রতিটি কাজ চেয়ারম্যান নিজে করেন কোন মেম্বার বা মহিলা মেম্বারের নিকট হস্তান্তর করেন না বলেও অভিযোগ তোলেন।
এলাকা বাসী সুষ্ঠ তদন্ত পুর্বক উক্ত চেয়ারম্যানের অপসারণের দাবী জানিয়েছেন।