দৌলতদিয়ায় মেধাবী কলেজ ছাত্রের উপর মাদক ব্যবসায়ী হামলার প্রতিবাদে মানববন্ধন।।

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

মিঠুন গোস্বামী রাজবাড়ী প্রতিনিধিঃঃ

দৌলতদিয়ায় আলামিন ও আলমাছ এর উপর হামলাকারীদের বিচারের দাবিতে সকল সহপাঠী, পরিবারের সদস্য ও সুধীমহলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।

ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আল-আমিন ও আলমাছের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আলামিন ও আলমাছের মা এই মানববন্ধনে বলেন এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ ও রাসেল এর হাতে সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের মেধাবী ছাত্র আল-আমিন ও আলমাছ গুরুতরভাবে জখম হয়।

আলামিনের মা আরও বলেন আমার ছেলেকে খেলাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী সোহাগ ও রাসেল আমার ছেলের কাছ থেকে চাঁদা দাবি করে। আমার ছেলে চাঁদা দিতে না রাজি হলে আমার ছেলের উপর ওপর রামদা ও চাইনীজ কুড়াল দিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে।

আমার ছেলে এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
অথচ এই মাদক ব্যবসায়ী সোহাগ রাসেল এখনো গ্রেফতার হয়নি বা আইনের আওতায় আনা হয়নি। আমরা এই হামলাকারীদের বিচারের দাবিতে আজ মানববন্ধন করছি।
অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।

এসময় মাদক ব্যবসায়ী ও হামলাকারী সোহাগ ও রাসেলের বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিন্দার ঝড় তোলে।

এসময় গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত আব্দুল্লাহ্-আল-তায়াবীর তিনি জানান আমরা দ্রুত আল-আমিন ও আলমাছের উপর হামলাকারীদের গ্রেপ্তার করব।

এবং আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করব।




error: Content is protected !!