নতুন ৪১জনসহ করোনা আক্রান্তে ডাবল সেঞ্চুরি করলো নীলফামারী

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে আরো নতুন করে ৪১ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল ২০০ জন।

গত মঙ্গলবার (৯ জুন) রাতে সিভিল সার্জন ড. রঞ্জিত কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে ২৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

নতুন আক্রান্তরা হলো জেলা সদরে ৮ জনের মধ্যে উকিল পাড়া ১, থানা পাড়া ২ জন, কুখাপাড়া ১ জন, নিউ, বাবু পাড়া ১ জন, দেবিরডাঙ্গা ১ জন, নার্সিং ইন্সটিটিউটের ১জন, টুপামারী কিয়ামত দোগাছি ১জন। জলঢাকা উপজেলা ১৯ জনের মধ্যে খুটামারা ইউনিয়নে ১৩ জন, শৌলমারী ২ জন, মাথাভাঙ্গা ২ জন, পৌর সভার ৬ নম্বর ওয়াডে ১জন, সবুজ পাড়া ১ জন। সৈয়দপুর উপজেলা ২ জনের মধ্যে রসুলপুর ১ জন, সাহেবপাড়া ১ জন।

অপর দিকে, দিনাজপুর এম আর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

আক্রান্তরা হলো সদরে ১জন, ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ী ৫, পঃ ছাতনাই ২, পুর্ব ছাতনাই ১ ও বালাপাড়ায় ১ জন। কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুড়াকুটিতে ২ জন করোনা পজেটিভ।

সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯ জন। মৃত্যুবরন করেছে ৫ জন।




error: Content is protected !!