নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মৃত্যু

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি; বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ আগষ্ট সকাল আনুমানিক ৮ টার দিকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। জানা গেছে, চকরত্নেশ্বর গ্রামের ইয়াছিন আলীর ছেলে শাহীন আলম তুলাশন গ্রামে একটি পুকুরে মাছ চাষ করে। সে পুকুরে মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানিতে কাটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখে। সকাল আনুমানিক ৮ টার দিকে শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) ওই পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে ধাক্কা খেয়ে পুকুরপাড়ে পড়ে যায়। ২ শিশু ধাক্কা খেয়ে পড়ে যাওয়া দেখে তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫২) কারণ অনুসন্ধান করতে গিয়ে পুকুরের পানিতে নেমে বিদ্যুতায়িত হয়। এ সময় তার চিৎকার শুনে ছেলে শরিফুল ইসলাম বাবাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে নেমে পড়ে। এতে  ২ জনই পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সাথে কথা বললে তিনি বলেন, পিতা-পুত্রের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা বলেছে, পুকুরের মাছ চুরি ঠেকাতে এভাবে বিদ্যুতায়িত করা ঠিক হয়নি। যে কারণে পিতা-পুত্রের এই মৃত্যুর ঘটনা ঘটেছে। 




error: Content is protected !!