নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আন্তঃধর্মীয়
সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক
চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষে সামাজিক সম্প্রীতি
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা
প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা
নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত
হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ
জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী
আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, থানার অফিসার ইনচার্জ
আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ নেতা
শফিউল আলম ছবি, মুকুল হোসেন, গোলাম মোস্তফা গামা, ইসলামিক
ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ আল-মাহমুদ, মুফতি
শাহজাহান আলী, ইমাম মাও. জাহিদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ
খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি তীর্থ সলিল রুদ্র ও উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।
সমাবেশটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু
তাহের ।