নবীগঞ্জে ,হ্যাকার বাহিনীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন পৌর আওয়ামীলীগ সম্পাদক রানা৷
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি
হ্যাকিং করে টাকা চাঁদাদাবী করার ঘটনাকে কেন্দ্র করে প্রভাবশালী হ্যাকার বাহিনীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন
নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী
নির্মলেন্দু দাশ রানা৷
হ্যাকাররা তাদের দাবীকৃত টাকা না পেয়ে আওয়ামী লীগ নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটিয়ে দোকানের লোকজনকে আহত ও লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে ৷ এ সময় হামলাকারীদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নির্মলেন্দু দাশ রানা৷
। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে,তবে পুলিশ কাউকে গ্রেফতার অথবা এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি৷ হামলাকারীদের তান্ডব লীলা দূর্বূত্তয়ায়নের মহড়ায় শহরজুড়ে আতংকের সৃস্টি হয়৷
ঘটনাটি সংঘঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের জনৈক যুবতীর বিয়ে হয় মৌলভীবাজারে। তার ভাই সুমন শ্রীমঙ্গল শহরের এক জন ব্যবসায়ী। সম্প্রতি সুমনের বোনের ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাকিং করা হয়। হ্যাকাররা তাদের সাথে যোগাযোগ করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা পেলে আইডি ফেরত দিবে বলে জানায় হ্যাকাররা। সুমন তার আত্বীয় নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী নির্মলেন্দু দাশ রানাকে ঘটনাটির ব্যাপারে জানায়। রানা ঘটনাটি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চরগাঁও গ্রামের বাসিন্দা আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীকে জানান। সাইফুল জাহান চৌধুরী হ্যাকিং এর অভিযোগে অভিযুক্ত চরগাঁও গ্রামের শাকিল চৌধুরী নামের যুবককে শাসিয়ে আইডি ফেরত দেয়ার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল চৌধুরী। সে প্রথমে গতকাল বৃহস্পতিবার দুপুরে তার একদল লোক নিয়ে শহরের সেন্ট্রাল প্লাজাস্থ নির্মলেন্দু দাশ রানার মালিকানাধীন লেডিস ফ্যাশনে গিয়ে রানাকে হামলার উদ্দেশ্যে তাকে খুঁজে আসে। পরে রাত ৮ টার দিকে পুনরায় ওই দোকানে গিয়ে রানাকে অশালীন অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে দোকানের কর্মচারী যুব দাশ এর প্রতিবাদ জানালে হ্যাকার বাহিনী
তার ওপর চরম ক্ষ্যাপে গিয়ে তারা দোকানে
হামলা চালায় শাকিল ও তার সাথে থাকা লোকজন। এসময় যুব দাশ অপর এক দোকানে আশ্রয় নিয়ে আত্বরক্ষা করেন বলে তারা জানান৷ এ
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রানা। এসময় হামলাকারীরা রানা’র উপরও ব্যাপক চড়াও হয় এবং তাকেও চরম লাঞ্চিত করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এখবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তারা বিষয়টি সালিশে মীমাংসার উদ্দ্যেগ নিয়েছেন বলে জানাগেছে। তবে এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন সহ ব্যবসায়ীদের
মাঝে তীব্র ক্ষোভ ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই করছেন নানা আলোচনা সমালোচনা কেহ্ বলছেন হামলাকারীরা ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদাবাজি করার মতো জঘন্যতম অপরাধ কর্মকাণ্ড করেও কিভাবে তারা একজন ব্যবসায়ীর দোকানে তাদের দলবল নিয়ে হামলা চালায়! তাদের খুঠির জোর কোথায়?