নীলফামারীতে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২
মোঃ সাগর আলী, নীলফামারী ঃ নীলফামারীতে প্রকাশ্যে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর)  সকালে কচুকাটা ইউনিয়ন পরিষদে অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের জলঢাকা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ঋণ বিতরন মেলায় ৪২ জনের মাঝে ২৮লক্ষ ৬৯ হাজার টাকা চেক বিতরন করা হয়।
উক্ত ঋণ মেলায় অগ্রণী ব্যাংক লিমিটেড জলঢাকা শাখার ব্যবস্থাপক মোঃ আবু হাতেম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম।
জলঢাকা শাখা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার এরশাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক বাহারে আলম, অগ্রণী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ আকরাম উদ্দিন ও কচুকাটা ইউনিয়ন পরিষদ পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রংপুর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাকিম বলেন, ‘কৃষক বাচলে আমরা বাচব। বর্তমান বিশ্বায়নের  যুগে প্রযুক্তির সহযোগিতায় কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। করোনা কালিন সময় সবাই যখন ঘরে ছিল তখন কৃষকরা ছিল মাঠে। তাই আমরা দু-বেলা খেতে পেরেছি।
এসময় অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা, কৃষকরা উপস্থিত ছিলেন।



error: Content is protected !!