নীলফামারীতে সন্ত্রাসী হামলার স্বীকার হলেন সংখ্যালঘু বিধু ভূষন সরকার

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২
Exif_JPEG_420
মো: সাগর আলী, নীলফামারী: নীলফামারী জেলা সদরের কালিতলা পুর্ব কুখাপাড়া বাসটার্মিনাল সংলগ্ন ও কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক সংখ্যালঘু মৃত. বঙ্গিম চন্দ্র সরকারের ছেলে বিধু ভূষন সরকার সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকালে নীলফামারী জেলা সদরের কালিতলা কেন্দ্রীয় বাসটার্মিনালে সামনে আরমান(২৭), রঙ্গন (১৮), রিভান(২০)সহ ১৫/২০জন সন্ত্রাসী বিধু ভূষন সরকারকে হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করেন। সে সময় বিধু ভূষন সরকার চিৎকার করে। তার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্ততমানে চিকিৎসাধীন রয়েছেন।
জানাযায়, বেশ কিছুদিন ধরে কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে কিছু বখাটে ছেলে বেশকিছু দিন ধরে ঘুরাঘরি করে এবং বিদ্যালয়ের ছাত্রীদের উতাক্ত করে। তাদেরকে প্রধান শিক্ষক ডেকে এনে বিদ্যালয়ের সামনে ঘুরাঘরি ও ছাত্রীদের উতাক্ত করা নিষেধ করেন এবং তাদের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
জানতে চাইলে, কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান বলেন, কিছু দিন ধরে বিদ্যালয়ের সামনে বখাটে ছেলেরা ঘুরাঘরি ও ছাত্রীদের উতাক্ত করেন। আমি অফিস সহায়কের মাধ্যমে ডেকে এনে তাদেরকে ভাল পারার্মশ দিয়ে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেই। তারেই জের ধরে হত্যার উদ্দেশে পরিকল্পিত ভাবে নেক্কার জনক এ ঘটনা ঘটান।
মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।



error: Content is protected !!