নীলফামারীসহ উত্তরের জেলাগুলোতে মৃদু ভূমিকম্প

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

এ জি মুন্না- নীলফামারী প্রতিনিধিঃ ভূমিকম্পের রেডজোন হিসেবে খ্যাত রংপুর বিভাগের ৮ জেলা কেঁপে উঠে। রবিবার (২৮ জুন) বেলা ১১টা ৫৪ মিনিটে এ ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫ রিখটার স্কেল।

তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, ভারত ও মিয়ানমার সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

বাংলাদেশের রংপুর বিভাগ ও ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূমিকম্পন অনুভূত হয়েছে বলে জানা যায়।নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় , লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




error: Content is protected !!