নীলফামারী ইপিজেডে শ্রমিক বিক্ষোভে ভাংচুরের ঘটনায় ৩৫০জন আসামি করে মামলা

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

এ জি মুন্না- নীলফামারী প্রতিনিধিঃ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন বিডি ফ্যাক্টরি লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেরা ফ্যাক্টরির মূল ফটক ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন এভারগ্রিন।

এভারগ্রিন চেয়ারম্যান বলেন, এখন জরুরী প্রয়োজন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় বিনিয়োগ করা কঠিন হয়ে পড়বে। কারণ এমন ঘটনায় শুধু আমরাই নই বরং বিদেশি বিনিয়োগকারী ও বায়াররাও হতাশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এভারগ্রিনের অতিরিক্ত নির্বাহী পরিচালক কল হ্যান মঙ, উপ মহা-ব্যবস্থাপক কাজী ফেরদৌস-উল আলম ও হারুন-উর রশিদ।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ইপিজেডের গত শনিবারের ওই ঘটনায় এভারগ্রিন কারখানা কর্তৃপক্ষ তিনজনের নাম উল্লেখ করে আজ্ঞাত ৩৫০ জনের নামে মামলা করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আসামীদের চি‎হ্নিত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।




error: Content is protected !!