মোঃ ইব্রাহিম,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে একদিনে ৩৮ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে এছাড়া সুস্থ হয়েছে ৭৪ জন।এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা-২৪০০ জন, মৃত্যু-৫২ জন ও সুস্থ হয়েছেন ১৩২৯ জন।
বৃহস্পতিবার ৯ই জুলাই সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-৯৮৫ জন।
নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৭২৮ জন,বেগমজঞ্জ-৬৮৫জন,চাটখিল-১৪১জন,সোনাইমুড়ী-১২৮জন,কবিরহাট-২৬২জন,কোম্পানীগঞ্জ-১৩৮ জন, সেনবাগ-১০৬ জন, হাতিয়া-৫৪ জন ও সুবর্ণচর-১৫৮ জন।