নোয়াখালীতে ফেসবুকে হুমকির অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০

মোঃ ইব্রাহিম,নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে ফেসবুকে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়রকে বোমা মেরে হত্যার হুমকির অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (৩০ জুন) বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।এর আগে একই দিন দুপুরে এ ঘটনায় ডিবির (এসআই) মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জসিম উদ্দিন খন্দকার (৫০) এর বাড়ি বেগমগঞ্জের দূর্গাপুর গ্রামে। সে ওই গ্রামের খন্দকার বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত জসিম তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা মেরে হত্যার হুমকি, কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের হত্যা ও গণভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।পরে বিষয়টি নোয়াখালী পুলিশ সুপার ও জেলা ডিবি পুলিশের নজরে আসলে গত সোমবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।




error: Content is protected !!