নড়াইলে গাছ কাঁটার পর পরিবারের উপর প্রভাবশালীদের হুমকি, বাদীর চাচার উপর হামলা
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে কালিয়া উপজেলার গাছ কাঁটার অভিযোগ করায় বাদীর চাচার উপর হামলা চালায়। উপজেলার মুলশ্রী গ্রামের মোঃ শহিদুল ইসলামের ফলের বাগান থেকে আম গাছ, সুপারি গাছ সহ ৪২টি ফলের গাছ কাঁটে ও বিভিন্ন হুমকি দেয় হেকমত সিকদারের ছেলে শাহাজাহান শিকদার, আদর শিকদার, মোহাম্মাদ আলী ও সবুজ শিকদার। এ বিষয়ে নড়াগাতী থানায় (৫ মে) শহীদুলের ষ্ত্রী মোসছা, আছিয়া বেগম তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করে ও স্থানীয় সাংবাদিকদের (২৪ মে) বিষয়টি জানায়। ঘটনাস্থলে বাদীর চাচা সাবেক ইউপি সদস্য মোঃ আলাল শেখ সাংবাদিকদের তথ্য দিতে আসলে শাহাজাহান শিকদার, আদর শিকদার ও সবুজ শিকদার ছেনদা, লাঠি নিয়ে বাদীর চাচার উপর হামলা চালায়। সাংবাদিকরা আলাল শেখকে বাঁচাতে আসলে আলাল শেখ সাংবাদিকদের মটরবাইকে উঠে ঘটনাস্থল থেকে চলে আসে। বাদীর চাচা আলাল শেখ জানান, আমার ভাতিজিসহ বাড়ীর সকল পরিবারের উপর দীর্ঘদিন যাবত ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। শহিদুল ইসলামের মেয়ে মোসাঃ সুমাইয়া খাতুন (১৮) কে সবুজ শিকদার দীর্ঘদিন যাবত উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছে। সুমাইয়া বর্তমান নিজেকে আত্মরক্ষার জন্য গৃহবন্দী আছে। এ বিষয়ে নড়াগাতী থানায় গত(৫ মে)অভিযোগ করা হয়। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোসাঃ রোকসানা আক্তার জানান, উত্যক্ত ও গাছ কাঁটার অভিযোগ পেয়েছি্। অভিযোগের নথিপত্র আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।