পিরোজপুরের কাউখালীতে সুনামের আয়োজনে সংখ্যালঘু অধিকার দিবস পালিত

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

মীর জিয়া, পিরোজপুর প্রতিনিধিঃ

“গনতন্ত্র সংখ্যাগরিষ্ঠের আইন নয় বরং সংখ্যালঘুর সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা সুনাম কমিটির আয়োজনে আন্তজার্তিক সংখ্যালঘু দিবস পালিত হয়েছে। রবিবার (২০ডিসেম্বর) সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় এবিসি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, হাত ধোয়ার কৌশল শিখন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কাউখালী উপজেলা সুনাম কমিটির সভাপতি সুজন আইচের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনাম জেলা মিডিয়া সমন্বয়কারী ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার দাস, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের সহ সকল শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন।




error: Content is protected !!