প্রথম আলোর সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও এ ঘটনার প্রতিবাদ জানান।

বুধবার(১৯মে) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানব বন্ধন থেকে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও তার সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবি জানানো হয়।

রাজবড়ী জেলা রিপোর্টাস ক্লাব আয়োজিত মানব বন্ধনে একাগ্রতা প্রকাশ করে অংশগ্রহণ করে রাজবাড়ী প্রেস ক্লাব, রাজবাড়ী জেলা প্রেস ক্লাব, রাজবাড়ী রিপোর্টাস ক্লাব, রাজবাড়ী সাংবাদিক ফোরাম, রাজবাড়ী ডিজিটাল প্রেস ক্লাবসহ সকল সাংবাদিক সংগঠন।

মানব বন্ধন চলাকালীন রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবতীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভনাপতি খান মো: জহুরুল হক,সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো: জাহাঙ্গির হোসেন, সমকালের প্রতিনিধি সৌমিত্র শিল, সারমিন আক্তার মুনমুন, রাজবাড়ী কণ্ঠের স্টাফ রিপোর্টার সোহেল রানা, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সুমন বিশ্বাস প্রমুখ। এসময় রাজবাড়ীতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মানব বন্ধনে উপস্থাপনা করেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি ও রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহাম্মেদ।

উল্লেখ্য গত সোমবার (১৭ মে) দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয় অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে। এ সময় তাকে হেনস্তাসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। ঘটনার সময়ের বিভিন্ন ভিডিও ও স্থির চিত্রে রোজিনার গলা চেপে ধরে তাকে হেনস্তা করতে দেখা যায় অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমকে। হেনস্তার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। উল্টো তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার (১৯ মে) রাজবাড়ীতে মানববন্ধন করা হয়।




error: Content is protected !!