মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) :
‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি। চারদিকে ইটের দেয়াল এবং মাথার ওপরে দেওয়া হচ্ছে সবুজ টিনের ছাউনি। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৮০টি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরগুলো নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লক্ষ ৮০ হাজার টাকা।সরেজমিন উপজেলার ইকরতলী গ্রামের আশ্রয়ন প্রকল্পে গিয়ে দেখা গেছে, বাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে সবুজ রংঙের টিন। দুই রুমবিশিষ্ট বাড়িতে রয়েছে একটি রান্না ঘর ও টয়লেট। বাড়িগুলোর নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এখন রং ও দরজা জানালার কাজ চলছে। বিদ্যুতায়ন করা হয়েছে আশ্রায়ন প্রকল্প। আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় চুনারুঘাটের এই আশ্রায়ন প্রকল্প উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই কার্যক্রমকে সফল করতে স্থানীয় প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল বলেন, ঘরগুলো নির্মাণ কাজের শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে দেখভাল করছেন। কাজের যেন কোনো অনিয়ম না হয় সেই দিকে তিনি সব সময় নজর রাখছেন। চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল কালের কণ্ঠকে বলেন, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি খাস জমির ওপর গৃহনির্মাণ করে জমির দলিলসহ ৮০ উপকারভোগীর কাছে হস্তান্তর করা হবে। বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি মহোদয়ের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। উপজেলায় ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর। খুব দ্রুতই নির্মাণ কাজ শেষ করে ঘর গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, উপজেলায় গৃহহীর কোনো পরিবার রাখা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হবে।