প্রবাসী জয় নেহালের সহযোগিতায় কুষ্টিয়ায় শীতার্থদের বাড়িতে কম্বল পৌঁছে দিলেন সাংবাদিক শাহীন রেজা

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কৃতি সন্তান আর্তমানবতার সেবক, বিশিষ্ট সমাজ সেবক ও একজন প্রকৃত করোনাযোদ্ধা কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক নেহাল স্যারের সন্তান আমেরিকা প্রবাসী জয় নেহালের সহযোগিতায় গত শুক্রবার ৪ঠা ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বালিয়াপাড়া গ্রামের ৩০ টি শীতার্থ পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। প্রবাসী জয় নেহালের পক্ষে উক্ত কম্বল বিতরন করেন, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক এবং কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম শাহীন রেজা। কম্বল বিতরনের সময় সাংবাদিক শাহীন রেজার পাশে থেকে সহযোগিতা করেছেন তারই বড় ভাই যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা কে এম শামীম রেজা, মোহাম্মদ মিন্টু হোসাইন, খন্দকার জাহিদুল ইসলাম ও জাহিদ।
উল্লেখ্য যে, সাংবাদিক শাহীন রেজা তার সহযোগীদের নিয়ে রাতের অন্ধকারে সন্ধ্যা থেকে রাত দশটা অবধি প্রতিটা গরীব ও অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে শীতার্থ পরিবারের বয়স্ক মহিলাদের গায় জড়িয়ে দেন। উক্ত কম্বল পেয়ে তাদের অধিকাংশ মহিলারাও বলেন এ জীবনে আমরা কখনোই সরকারিভাবে কোন কম্বল পাই নাই, এই প্রথম আপনারা আমাদেরকে কম্বল দিলেন। তবে আমাদের গ্রামে ইতিপূর্বে অনেকেই সরকারিভাবে কম্বল পেয়েছিলেন কিন্তু উক্ত কম্বল এত উন্নত মানের নয়। তারা কম্বল পেয়ে হাত তুলে দোয়া ও প্রার্থনা করেছেন।
সাংবাদিক শাহীন রেজা বড় ভাই একজন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শামীম রেজা তিনি বলেন, এই কম্বল আমরা আমাদের বাড়ির উপর ডেকে এনে অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে রাতের অন্ধকারে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি, আমরা লোক দেখানোর জন্য এই কম্বল বিতরণ করি নাই।
রাতে কম্বল বিতরনের সময় আমেরিকা প্রবাসী জয় নেহাল এক ভিডিও বার্তায় সকলের উদ্দেশ্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে আমার কিছু শুভাকাঙ্খীদের মাধ্যমে এভাবে সহযোগিতা করে আসছি আগামীতে আরো যেন সহযোগিতা করতে পারি। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমারা সুদূর প্রবাসে থেকেও সুখে শান্তিতে বসবাস করতে পারি।




error: Content is protected !!