বঙ্গবন্ধুর পরিবার ও সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে-টেলিকনফারেন্সে এমপি শাওন
এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি’র নির্দেশে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে সকল সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ( ৮ ডিসেম্বর ) মঙ্গলবার আসর বাদ লালমোহন উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে টেলিকনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। এসময় তিনি বলেন
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। বাংলাদেশে ইসলামের নামে জামাত বিএনপির প্রেতাত্মারা দেশে বিশৃঙ্খল সৃষ্টির পায়তারা করছে। বিভিন্ন উসকানী মূলক প্রচার প্রচারনা চালাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য যে বা যারা ভেঙ্গেছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় এনে তাদের গডফাদারদের বের করা হবে। বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর পরিবার ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মেতে উঠেছে। বঙ্গবন্ধুর পরিবার ও সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্রকারীদের ঠাঁই দেয়া হবে না। সকল ষড়যন্ত্রকারীদেরকে দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।ষড়যন্ত্রের কোন খবর পেলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন। সকলকে চোখ কান খোলা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দীন আহম্মেদ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন , উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ জুয়েল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ফরাজগঞ্জ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফরাদ হোসেন মুরাদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালাুকদার , আ ন ম শাহজামান দুলাল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েত, পৌর শ্রমিকলীগের সভাপতি আনিচল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউছুফ মঞ্জু, সেচ্ছাসেবক লীগ আহবায়ক তানজিম হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম ফরাজী, রুবেল ফরাজি, পৌরসভা যুবলীগ সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা ছাত্র লীগ যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অভি পঞ্চায়াত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন