বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিআইপি সম্মাননা পেলেন নবীগঞ্জের সৈয়দুর রহমান ( সাঈদ) বি ই এম৷
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের জন্য ৫৯ জন প্রবাসী বাংলাদেশীকে সিআইপি (বানিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেন সরকার৷ গত ৩০শে ডিসেম্বর বিকেলে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের মধ্যে সম্মাননা, সিআইপি কার্ড পেলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও যুক্তরাজ্য লেস্টার আওয়ামী লীগের সভাপতি সৈয়দুর রহমান ( সাঈদ) বি ই এম৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ ( এমপি)৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপি৷ উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন,বাংলাদেশ ইন্টার ন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সভাপতি আবুল বাশার ও সিআইপি এনআরবি এসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান প্রমূখ৷