বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

তানজিল সরকারঃ কিশোরগঞ্জ প্রতিনিধি।

আজ মাহান বিজয় দিবস ১৬ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালী জাতির সর্ব শ্রেষ্ট জাতীয় দিন। বহু সংগ্রাম, তাজা রক্ত, অনেক তাজা প্রাণ,মা-বোনদের সম্ভ্রমহানি এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙালী জাতি লাভ করে তাদের মুক্তির স্বাধীনতা । স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনের মধ্যদিয়ে পালিত হয় ৪৯তম মহান বিজয় দিবস।

আজ সকাল ১০টায় শহীদের সরণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার সাংবাদিকদের নিয়ে ভৈরব উপজেলা
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করা হয়।

বেলা ১১টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখায় বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান সম্পুর্ণ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম কমান্ডার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী সোহেল আহাম্মেদ সম্পাদক ও প্রকাশক লাল সবুজের দেশ,পাক্ষিক অপরাধ জগত ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিএমএসএফ ভৈরব শাখার উপদেষ্ঠা মোঃ আলাল উদ্দিন,দৈনিক এশিয়া বানী প্রতিনিধি ও সংস্থার সহসভাপতি মোঃ ফয়জুল কবির, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক সকালের বার্তা প্রতিনিধি মোঃবিপুল রায়হান ও দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি মোঃ শওকত আলী মাষ্টার, দৈনিক গৃহকোণ প্রতিনিধি সোহানুর রহমান সোহান,নাগর টিভির সি ই ও তানজিল সরকার, পল্লিশক্তি টিভির প্রতিনিধি মাহমুদুর রহমান রতন,নাগর টিভির প্রতিনিধি মোঃ তুহিন মিয়া, সমাজ সেবক মিজানুর রহমান মিজান সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
স্বাস্থ্যবিধি মেনে দুপুরে সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়, এতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ শাহজাহান কবির, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ ইব্রাহিম মিয়া,এস এ নিউজ টিভির সম্পাদক-প্রকাশক,মুভি বাংলার ভৈরব প্রতিনিধি মোঃ সামীম আহমেদ, বেলাব উপজেলা এনপিএসের ভাইস প্রেসিডেন্ট মোঃ ইয়াসিন পারভেজ, অর্থ সম্পাদক কামরুল হুদা জামাল,

মাহান বিজয় দিবস ১৬ডিসেম্বর উপলক্ষে দিনব্যাপি সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচী।




error: Content is protected !!