বিশ্ব নদী দিবসে মহিপুরে খাপড়াভাঙ্গা নদীর দখল-দূষণরোধে নৌ-র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  মহিপুর খাপড়াভাঙ্গা নদীর দখল-দূষণরোধে
নৌ-র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গভীর সমুদ্রগামী জেলেদের মহিপুর
থানার একমাত্র পোতাশ্রয় হিসেবে পরিচিত খাপড়াভাঙ্গা নদী মৎস্য বন্দর
মহিপুর ও আলীপুরের মধ্য দিয়ে বয়ে গেছে। রবিবার দুপুরে বাংলাদেশ নদী
পরিব্রাজক দল, কুয়াকাটা শাখার আয়োজনে ও মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ড
ফিসের ইকো ফিস প্রজেক্টের সহযোগীতায় নৌ র্যা লী অনুষ্ঠিত হয়।

স্থানীয় জেলে সমবায় সমিতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জীববৈচিত্র গবেষক সাগরিকা স্মৃতি,
নদী পরিব্রাজক দল কুয়াকাটা শাখার সভাপতি নাসির উদ্দিন বিপ্লব ও সাধারণ
সম্পাদক সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক প্রমুখ। বক্তারা খাপড়াভাঙ্গা নদীর
দখল-দূষণরোধে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও কলাপাড়ার পাখিমারায় পানি যাদুঘরে নদী দিবসের তাৎপর্য উল্লেখ করে
আলোচনা অনুষ্ঠিত সভা হয়েছে।




error: Content is protected !!