বীরগঞ্জে ‘জমি আছে বাড়ি নেই’ প্রকল্পের ঘর পেল সচ্ছল পরিবার

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের নর্তডাঙ্গী গ্রামের ‘জমি আছে বাড়ি নেই’ প্রকল্পের ঘর পেল সচ্ছল পরিবার মোঃ আজিজুল ইসলামের ছেলে সচ্ছল মুদি ব্যবসায়ী মোঃ মামুন হক।

২ লক্ষ ৯৯ হাজার টাকা মূল্যের প্রধাণমন্ত্রী শেখ হাসিনার অবদান টি-আর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঘর জমি আছে বাড়ি নেই প্রকল্পের ঘর সচ্ছল মুদি ব্যবসায়ীর নামে বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জমি আছে ঘর নেই সে সব পরিবারকে বিনা মূল্যে ঘর প্রদান করে যাচ্ছেন। স্বচ্ছ মুদি ব্যবসায়ী মামুন ত্রাণের ঘর পেয়ে ঘরটি যেন অন্য কেউ দেখতে না পায় সে জন্য চারদিকে বিশাল প্রাচীর ও সামনে বিশাল অট্টলিকা নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছেন।

এব্যাপারে অভিযুক্ত মুদি ব্যবসায়ী মামুনের সঙ্গে কথা বলে জানতে চাইলে কি ভাবে তিনি ঘর বরাদ্দ পেলেন এ বিষয়ে তিনি কোন তথ্য দিতে রাজি হননি। এব্যাপারে এলাকাবাসী অভিযোগ করে বীরগঞ্জ২৪ কে বলেন, একজন সচ্ছল মুদি ব্যবসায়ী কি ভাবে ত্রাণের ঘর বরাদ্দ পান। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার সঙ্গে কথা বললে তিনি বীরগঞ্জ২৪কে বলেন, ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




error: Content is protected !!