ভর্তুকিতে ধান কাটার আধুনিক মেশিন পেল কৃষক,পাংশাতে

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মে ৪, ২০২১

মিঠুন গোস্বামী রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান কাটা কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকির) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

উপজেলার কলিমহর ইউনিয়নের কুঠি মালিয়াট গ্রামের তরুণ কৃষক লিটন মন্ডলের হাতে আধুনিক এই কৃষি যন্ত্রটি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সরিষা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার সহ প্রমুখ।

ধান কাটা কৃষি যন্ত্রটির মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা, যার সরকার ভর্তুকি দিচ্ছে ১০ লাখ ৫০ হাজার টাকা, কৃষককে গুনতে হবে ১৩ লাখ ৫০ হাজার টাকা, কৃষক ৩ লাখ ৫০ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং বাকি টাকা ১৮ মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন।




error: Content is protected !!