ভৈরবে পানিতে তলিয়ে দুই কন্যা শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

তানজিল সরকার ভৈরবে,কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহর এলকায় জগন্নাথপুর গ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মেয়ে শিশুরা হলেন জগন্নাথপুর মধ্যপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার বড় মেয়ে রামিয়া(৬) এবং শিয়ামনি(১.৫)।

বৃহস্পতিবার ২৩সে জুলাই দুপুর আনুমানিক সময় দুপুর ১টা ৪৫ মিনিটে এই ঘঠনা ঘটে।

এই ঘটনা ঘটার পর জানা যায় দুপুরে কন্যা শিশুদের মা গোসল করতে যায় এবং বাবা যোহরের নামাজ পড়তে মসজিদে চলে যায়। এদিকে তার ছোট কন্যা শিশু শিয়ামনি বাড়ির পাশে জমা থাকা বর্ষার পানিতে তার জুতা ধৌত করতে গিয়ে পানিতে তলিয় যায়, ছোট বোন শিয়ামনি(১.৫) পানিতে তলিয়ে যাওয়া দেখে বড় বোন রামিয়া(৬) তাকে বাঁচাতে গিয়ে সে নিজেও পানিতে পড়ে যায়। উক্ত স্থানে পানির পরিমান বেশি থাকার কারণে দুজনেই পানি খেয়ে মৃত্যুবরণ করেন।

এলাকায় শোকের ছায়া নেমে আসে কন্যা সন্তান শিয়ামনি(১.৫) ও রামিয়া(৬) মৃত্যু সংবাদে, কন্যা শিশুদের দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জর হয় এবং এই মর্মান্তিক ঘটনা দেখে তারা নিজেরাও শোকাহত হয়ে পড়তে দেখা যায়।

সন্ধ্যায় শিশুদেরকে জানাজা দেওয়ার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ভৈরব পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।




error: Content is protected !!