মুক্তিযোদ্ধা চত্ত্বরের উদ্বোধন, মিতুল হাকিম রাজবাড়ীতে।।

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

মিঠুন গোস্বামী,জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের দয়রামপুর গ্রামে চন্দনা নদীর তীরে বটবৃক্ষের নিচে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম চত্ত¡র, শেখ রাসেল স্মৃতি পাঠাগার ভিত্তিপ্রস্তর স্থাপণ ও বৃক্ষরোপন করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল।

শনিবার বিকাল ৫ টায় এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আশিক মাহমুদ মিতুল বলেন, আপনাদের ভোটে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নামে এই চত্ত¡র নির্মাণ করায় আমি আনন্দিত। আপনাদের এমপি সব সময় আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করেন। কিভাবে রাজবাড়ী-২ আসনের মানুষকে শান্তিতে রাখা যায় সে বিষয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশে আমি ৩ টি মাস আপনাদের পাশে রয়েছি। আপনাদের যে কোনো ধরনের সহযোগীতায় আমি নিয়োজিত আছি। বর্তমান করোনার সময়ে সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই একটি যুদ্ধে রয়েছি। এই যুদ্ধে জয়ী হয়ে আমি বিভিন্ন এলাকায় আপনাদের সাথে নিয়ে সময় কাটাবো। সে পর্যন্ত সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন তিনি যে আমাদের সবাইকে এই মহামারী থেকে মুক্তি দেন।

এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, মাজবাড়ী ইউপি আওয়ামীলীগের সভাপতি খোন্দকার আনোয়ার হোসেন লিচু, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, মদাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, রাসেল আহম্মেদ, ছাত্রলীগ নেতা সোহেল মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




error: Content is protected !!