মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গাঙ্গুলী পরিবারের সম্পতি আত্নসাতের অভিযোগে সংবাদ সম্মেলন।

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি: হাবিব হাসান

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের গৌরীপুরা গ্রামের সংখ্যালঘু পরিবারের গাঙ্গুলী বাড়ির সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বেদখলের অপচেষ্টার বিরুদ্ধে, রোববার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গাঙ্গুলী বাড়ির পক্ষে সুদর্শন গাঙ্গুলী এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে জানান, থৈয়ীগাঁও গ্রামের জনৈক সোবহান মাঝি নামে এক ব্যক্তি আমমোক্তার নামা পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে ৮১ শতাংশ সম্পত্তি বেদখল করে নেয়ার চেস্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত।
এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা সংখ্যালঘু পরিবারের এ সম্পত্তি পুনরুদ্ধারে এক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তবো রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনূল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সভাপতি বিমল দাস, সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক তপন রাজবংশী, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ নেতা বলরাম বাহাদুর,মুন্সীগঞ্জ জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি তাপশ কুমার দাস,কোলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ কপাসের, ,কোলা ইউনিয়ন আওয়ামীলীগ সারধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাড়ণ,উপজেলা যুবলীগ আহব্বায় কমিটির সদস্য জাহিদ শিকদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারন সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি এম আর তালুকদার বাবু ,স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।




error: Content is protected !!