মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে বৃদ্ধ পিতাকে মারপিটের ঘটনায় মামলা করায় স্কুল শিক্ষিকা সহ দুই বোনকে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুত্বর জখমীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষানদল গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন জখমীরা জানান, রোববার রাতে একই গ্রামের ছালাম মাঝির মেয়ে ফিরোজা বেগম(৩৮) ও তার ছোট বোন ২৫১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসমা আক্তার(২৭) কে নিজ বাড়ি থেকে ওষুধ কেনার উদ্যোশে পল্লীমঙ্গল এলাকায় রওনা হলে প্রতিমধ্যে মাঝিবাড়ির সংলগ্ন এলাকায় তাদেরকে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের জামাল ফরাজী, দুলাল ফরাজীসহ ৩/৪ জনের একটি দল পরিকল্পিতভাবে রাস্তার ওপর ফেলে লোহার রট দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় পথচারিরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত ফিরোজা বেগম জানান, ২০ সেপ্টেম্বর দুপুরে তার পিতা ছালাম মাঝি (৭০)কে কুপিয়ে জখম করে একই প্রতিপক্ষরা। তার পিতা এখনও খুলনা মেডিকেলে ভর্তি রয়েছেন এ ঘটনায় তিনি বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় দুলাল ফরাজীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার কারনে আসামিরা তাদের ওপর পুনরায় এ হামলা চালিয়েছেন।
এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভাষানদল গ্রামে মারপিটের ঘটনায় ইতোপূর্বে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুর্নরায় হামলার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।