যশোরে সাবেক ভাইস চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

যশোর ৫ মনিরামপুর আসনের এম,পি এলজি আর ডি প্রতিমন্ত্রী স্বপণ ভট্রাচার্য কে ফেসবুকে কুৎসা রটনার দায়ে মামলা হয় মনিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইলের।

মামলার প্রতিবাদে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান যশোর জেলা আওয়ামী লীগের নেতাগন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলা শাখার সহ-সভাপতি, মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা প্রভাষক মিকাইল হোসেনের নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, হাজী সাহিদুজামান বাদল, অধ্যাপক জাহাঙ্গীর আলম, হুমায়ন কবীর মুসা, হাজী জামাল সরকার, সমীর কুন্ডু, শামিম শিকদার, শেখ ইমামুল কবির, প্রভাষক জামিল আহমদ মুকুল, প্রভাষক জাহাঙ্গীর হোসেন লিপু, খন্দকার আসানুর কুমুল, সাজ্জাদ গনি খান, প্রদীপ দাস, মাষ্টার মাহমুদ বিশ্বাস, রাশেদুল ইসলাম, মিঠু খান,

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, মাসুদুল হাসান, আসাদুজামান সুমন, সাজেদুল হক রিপন, পলাশ বিশ্বাস, মনিরুজ্জামান লাভলু, এম এইচ সোহাগ, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদুল হাসান সুৃমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোঃ ইব্রাহীম, শাহজাদা নেওয়াজ, নজরুল ইসলাম, মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দ হাজরা, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সেলিম রেজা প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।




error: Content is protected !!