যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪নং ওয়ার্ড কর্তৃক আলোচনা সভা

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

আলী আজীম,মোংলাঃ

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মোংলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার(১১নভেম্বর)সন্ধ্যায় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোংলা পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর গঠন করার জন্য যে স্বপ্ন নিয়ে যুবলীগ গঠন করেছিলেন বঙ্গবন্ধুর সেই দর্শন ও আদর্শকে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনে যুবলীগকে অগ্রানী ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরে ছিলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যুবকদের ছাড়া কোন ভাবেই পুর্নগঠন করা সম্ভব নয়। তার দুরদর্শি চিন্তা চেতনা থেকেই তিনি ১৯৭২ সালের ১১ই নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠা করেন। যুবলীগকে পদ পদবীর দিকে না ঝুকে বন্ধুবন্ধুর ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গঠনে কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন বলেন,বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক,গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন।গত চার দশকের বেশী সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্নত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উত্তম সরকার,৪নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ সরকার,দপ্তর সম্পাদক আল-মামুন,যুবলীগ নেতা মনির,কবু,টিংকু প্রমুখ।




error: Content is protected !!