যৌতুকের ৪০হাজার বকেয়া টাকা দিতে না পারায় খুন হয় গৃহবধূ শারমিন

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
যৌতুকের বকেয়া ৪০ হাজার টাকা দিতে না পারায় গৃহবধূ হাবিবা আক্তার শারমিনকে (১৯) হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রধান আসামি স্বামী মোমিনুর ও শ্বশুর লাল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

তিনি জানান, এক বছর পূর্বে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কৃষ্ণপুর গ্রামের হাবিল শেখের মেয়ে হাবিবার আক্তার শারমিনের (১৯) সাথে নীলফামারী সদর থানার খোকশাবাড়ী ইউনিয়নের সাবুল্লিপাড়া গ্রামের লাল মাহমুদের ছেলে মোমিনুরের (২৫) সাথে ১ লাখ ২০ হাজার টাকা যৌতুকের শর্তে বিবাহ হয়। বিবাহের সময় ৮০ হাজার টাকা নগদ প্রদান করা হলেও বকেয়া ৪০ হাজার টাকার জন্য শারমিনের স্বামী ও শ্বশুর তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত। যৌতুকের টাকা নিয়ে দিনে দিনে তাদের সম্পর্কের অবনতি হতে থাকে।

গত ৯ জুন সকালে শারমিনকে তার বাবার বাড়ি থেকে যৌতুকের বকেয়া ৪০ হাজার টাকা নিয়ে আসার জন্য বললে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে শ্বশুর লাল মাহমুদ শারমিনের পা চেপে ধরে এবং স্বামী মোমিনুর খাটের রোলার দিয়ে শারমিনের পায়ে আঘাত করে ও তার গলা চেপে ধরে একটি বড় স্টিলে মগ দ্বারা আঘাত করে।
শারমিনের শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিষ পানের কারন দেখিয়ে শারমিনকে নীলফামারী আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে উত্তরা ইপিজেড এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরপরেই স্বামী মোমিনুর অ্যাম্বুলেন্স থেকে পালিয়ে যান।
ঘটনাটি সন্দেহজনক হওয়ায় জেলা পুলিশের একটি টিম মৃত্যুর রহস্য উদঘটনে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে নারী পুলিশ সদস্য ও পরিবারের মহিলা সদস্যগণ দ্বারা নিহতের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত হলে , ১৮ ঘণ্টা অভিযান পরিচালনা করে স্বামী মোমিনুর ও শ্বশুর লাল মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) এই ঘটনায় জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন আসামিরা। পরে তাদেরকে জেলা কারাগরে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান,




error: Content is protected !!