রূপগঞ্জে কৃষকের ধান ঘরে তোলতে ব্যস্থ্য সময় পার করছেন চাষিরা।

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

অপূর্ব সরকার নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জ রূপগঞ্জ উপজেলার কেয়ারিয়া গ্রামের প্রায় ৩৫০ টি পরিবারের প্রধান পেশা কৃষি জমি চাষ করা। এবার বুরো মৌসুমে বৃষ্টি না হওয়া দুশ্চিন্তায় কেটেছে অনেক কৃষকের মন।

তবে আশানুরূপ ফল পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলার মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা রাশেদ।

এদিকে ভালো ফলন হওয়া শীতল সরকার জানিয়েছে ধান এর ফলন আগের চেয়ে ভালো হয়েছে। তাই সে ধান খুশি মনে ঘরে তুলার ব্যাস্ততা সময় পার করছে।

তার মতো আরো স্থানীয় কৃষকের মুখেও একই রকম হাসি দেখে বুজাই যায় ফলস ঘরে তুলতে নানা ব্যাস্তাতার মধ্যে দিয়ে সময় পার করতেছে ধান চাষীগন।




error: Content is protected !!