লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল, টানা ও ভারী বর্ষনে জনজীবন বিপর্যস্ত ॥

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :   লঘুচাপের প্রভাবে প্রচন্ড উত্তাল রয়েছে
বঙ্গোপসাগর। ২/৩ দিন ধরে টানা ও মাঝারী থেকে ভারী বর্ষনে জনজীবনে
স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে
খাওয়া মানুষগলো। উপকূলে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি
পেয়েছে। গত এক সপ্তাহ ধরে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ দফায় দফায়
জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে কলাপাড়ার অর্ধশতাধিক গ্রাম। বিভিন্ন স্থানে
সৃষ্টি হয়েছে প্রচুর জলাবদ্ধতার। আমন বীজ ডুবে যাওয়া ও পচে যাওয়ার আশংকা
ও  দুশ্চিন্তায় পড়েছেন  চাষিরা।

এদিকে উপকূলে মঙ্গলবার ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা বন্দরসহ সকল
বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সমুৃদ্রে মাছধরা
সকল ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।




error: Content is protected !!