লালমোহন ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ( ৬ ডিসেম্বর ) রবিবার সন্ধ্যায় লালমোহন উপজেলা ও পৌর সভা ছাত্রলীগ আয়োজনে লালমোহন উপজেলা ছাত্রলীগ অফিস কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়।
বিক্ষোভ মিছিলটি শেষে চৌরাস্তার মোড়ে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তেজা সজীব ও পৌরসভা ছাত্রলীগের আহবায়ক রাসেল হাওলাদার প্রমূখ। মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে
বক্তারা তাদের বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য যে বা যারা ভেঙ্গেছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় এনে তাদের গডফাদারদের বের করতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এজন্য বাংলাদেশে ছাত্রলীগকে প্রস্তুত থাকার জন্য বলেন।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন , উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ জুয়েল, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালাুকদার , আ ন ম শাহজামান দুলাল, পৌরসভা যুবলীগ সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র লীগ যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অভি পঞ্চায়াত সহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর ২০২০ইং কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা।




error: Content is protected !!