শেখ হাসিনা সরকার সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে বাজেট ঘোষণা করেন – এমপি শাওন
লালমোহন ( ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন পৌরসভায় ২০২১-২০২২ অর্থবছরে ১০৮ কোটি টাকার বাজেট এ সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে শেখ হাসিনা সরকার বাজেট ঘোষণা করেন। এ বাজেট দিয়েই হবে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশের অভিযাত্রা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, শান্তি-সম্প্রীতি ও সুশাসন নিশ্চিত করা হবে। সকালে লালমোহন পৌর পর্ষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন,২০২১-২০২২ অর্থবছরের বাজেট যথাযথভাবে কার্যক্রম বাস্তবায়ন ও অংশীজনদের সম্পৃক্ততা নিশ্চিত করতে এই বাজেটে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যতা রেখে রূপকল্প-২০৪১ এবং ডেল্টা পরিকল্পনা ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় লালমোহন পৌরসভার উন্নয়নে আয় ও ব্যায়ের খাতগুলো তুলে ধরে ১০৮ কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন।
পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন’র সভাপতিত্বে সভায় বাজেট নিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর আলহাজ্ব জহিরুল হক মাসুদ পাটওয়ারী,
ইমাম হোসেন হাওলাদার, ফরহাদ হোসেন মেহের, এসছানুল হক ফরিদ, নাগরিকদের মধ্যে নিয়াজ মুশফিক প্রমূখ। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান হাওলাদার, উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি ও ধলীগৌরনগর ইউনিয়ন চেয়ারম্যান হেদাতুল ইসলাম মিন্টু, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপস্থিত ছিলেন,লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারী, নাগরীক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।