শোককে শক্তিতে রুপান্তরের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে- এমপি শাওন 

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
এনামুল হক রিংকু  লালমোহন (ভোলা) প্রতিনিধি
শোককে শক্তিতে রুপান্তরের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী   শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা। ১৫ আগষ্ট বাঙ্গালি জাতির কলংকিত অধ্যায়ের খল নায়ক খুনি জিয়া। যার মদদে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করা হয়। ৭৫ এর খুনিদের বিচারের মধ্যে দিয়ে কলংকের কিছুটা মোছন হবে।বিএনপি জামায়াতে সন্ত্রাসী জোটের সময়ে তলা বিহীন ঝুড়ির বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন জননেত্রী শেখ হাসিনা।
স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ-সব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত ও মুুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই পঁচাত্তরের ১৫ আগস্ট দেশি-বিদেশি চক্র মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। স্বাধীনতার পর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদের উচ্চ পদে চাকরি দিয়ে বিদেশে পাঠান।
এ উপলক্ষে দিনের  প্রথম প্রহরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোক রেলি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়।
এছাড়া  সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
সকাল ৯ ঘটিকায় উপজেলা চত্বরে জাতীর পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মহিলা আওয়ামী, পৌর আওয়ামী লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ,  যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
  সভায় উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি  আব্দুল মালেক মিয়া,রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, , ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহিন আহম্মেদ  জুয়েল সহযোগী  সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
এছাড়া উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।



error: Content is protected !!