শ্রীনগরে হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে সম্মেলন স্থগিত।
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এি-বার্ষিক সম্নেলন অনুষ্ঠীত হয়েছে, স্থান হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ৭ই মে ২০২২ সময় সকাল ১০ টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এম,পি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, প্রধান বক্তা ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন, উদ্ভোদক ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম আহমেদ ভূইয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এড,সোহানা মহিউদ্দিন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এড,আবুল কাশেম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহমেদ,
হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আইয়ুব খান এর সঞ্চালনায় আরো উপস্থিত থেকে বক্ত রাখেন রাসেল ক্রিয়া চক্রের কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল আলম লেলিন, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, শ্রীনগর উপজেলা যুবলীগ সভাপতি ফিরোজ আল মামুন,সাধারন সম্পাদক মোঃ নেছারউল্লাহ সুজন,ষোলগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী সেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুন খান,হাসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলেমান খান,কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলী,সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাএলীগ,সেচছাসেবকলী গ,অঙ্গ
সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্মেলনের আয়োজনে ছিলেন হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগ।
প্রথম অধিবেশন শেষ হলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণের প্রস্তুতি চললে সেই মুহূর্তে সাধারণ সম্পাদক প্রার্থী আইয়ুব খান ও জসিমউদদীন মুকুলের পক্ষ পাদিত্যের সন্দেহে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে নেতারা সন্মেলন স্থগিত করে পুলিশ প্রহরায় স্থান ত্যাগ করেন।