লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
একটি সুন্দর বাড়ি গড়ার চেয়ে একটি সুস্থ দেহ গড়া অধিক জরুরী। কারন দিন শেষে আপনি দেহের মধ্যেই ঘুমান’ শ্লোগানে লালমোহন জিম ক্লাবের সদস্যদের সুস্বাস্থ্যের অধিকারী ও জিম ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জিম ক্লাবের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই। তাই সুস্থ থাকতে হলে সকলকে নিয়মিত ব্যায়াম করা উচিত। মানুষের মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। শরীর সুস্থ না থাকলে কোন কাজই ভালো লাগে না। সুস্থ দেহ সুন্দর মন এই প্রবাদটি সবসময় সত্য বলে প্রমানিত হয়েছে। একজন মানুষের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরী। মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান,হেদায়েতুল ইসলাম মিন্টু,
পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,
জাতীয় শ্রমিক লীগ উপজেল শাখার সভাপতি পঞ্চায়েত ,
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ জিমক্লাবের সদস্য বৃন্দ।