হাটহাজারী হাফেজ জিন্নাহ্ হোম আইসোলেশন উদ্ভোধন করলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রুহুল আমিন৷

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২০

আসলাম পারভেজ,হাটহাজারীঃ

দুনিয়া কাপানো করোনার প্রভাবে মানুষ যখন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে দিশেহার সেই মুহুর্তে হাটহাজারী ১১ মাইলস্হ হাফেজ জিন্নাহ্ হোম আইসোলেশন সেন্টার প্রাথমিক চিকিৎসা সেবা যেন বয়ে আনা আশীর্বাদ।

গতকাল বৃহস্পতিবীর (১৬ জুলাই) হাটহাজারী পৌরসভা ৩ নং ওয়ার্ডে ১১ মাইল হাফেজ পাড়ায় কোভিট ১৯ বিশেষায়িত একটি হোম আইসোলেশন সেন্টার ও প্রাথমিক চিকিৎসা সেবা শুভ উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃরুহুল আমিন ৷হোম আইসোলেশন সেন্টারটি হাফেজ জিন্নাহ্ রহ্ ট্রাস্ট এর ব্যবস্থাপনায় হযরত হাফেজ জিন্নাহ্ রহঃ স্মৃতি সংসদ সার্বিক তত্ত্বাবধানে , ডাঃ সৈয়দ মুহাম্মদ নুরুদ্দীন ও ডাঃ মাহিনুর লিজার পরিচালনায় প্রাথমিক চিকিৎসা ও হোম আইসোলেশনের যাএা শুরু৷

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মাসুদ৷ এন্ড জহুর ও সিটি সেন্টারের চেয়ারম্যান সরওয়ার মোরশেদ,মেখল মানবিক আইসোলেশের পরিচালক মুহাম্মদ জাহাঙ্গির আলম, ফতেপুর এম আই সিনিযর প্রভাষক হযরতুল আল্লামা আবুল কালাম শাহ আমিরী, হাফেজ জিন্নাহ্ রহঃ ট্রাস্ট চেয়ারম্যান আলহাজ জসিম মাহবুব, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আওয়ামী নেতা মুহাম্মদ আলী, আইয়ুব খান, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ তৈয়ব, যুবনেতা ছগির আহমদ,যুবনেতা রুবেল, ওসমান গনি, লোকমান সরদার, এনাম, মাওলানা আমিনুল ইসলাম, রবি চৌঃ, আব্দুল্লাহ মামুন, হাফেজ জিন্নাহ রহঃ স্মৃতি সংসদ সভাপতি এস এম নাঈম মাহবুব ,সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মল হোসাইন, সম্পাদক মামুনুল হক, মুহাম্মদ রেজা, মুহাম্মদ নুরুল ইসলাম, আল আমিন, ওয়াহিদুল আলম, সালাউদ্দিন জিসাদ, জাকের হোসেন আশেক, জাকের হোসেন, ইউসুফ, মনির, ফয়সাল, সাকিব রাকিব, ইমন, রিপাত, ওসমান, সহ এক জাক হযরত হাফেজ জিন্নাহ্ রহঃ স্মৃতি সংসদ, আলা হযরত ও ইমাম শেরে বাংলা রহ স্মৃতি, ইমাম শেরে বাংলা রহঃ হযরত হাফেজ জিন্নাহ রহঃ স্মৃতি সংসদ , ইমাম হোসাইন রাঃ স্মৃতি সংসদ সম্পাদক ও সদস্য সহ কর্মকর্তাগণ।




error: Content is protected !!