হিলি সীমান্তে দুর্গাপূজা উপলক্ষে মিষ্টি দিয়ে বিজিবি – বিএসএফ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় ২০ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার সুরেশ রাহাতের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন।

পাশাপাশি বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে অনুরূপ মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সোলায়মান, বিএসএফের বালুপাড়া-১৮০ কমান্ডার এসআই নবকুমারসহ বিজিবি ও বিএসএফের অন সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াসিন আলী জানান, সীমান্তে দায়িত্বরত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় রাখতে তারা প্রতিটি উৎসবেই একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।




error: Content is protected !!